রবিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার লাকসাম সড়কে অবস্থিত চারু ব্রাদার্স সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘গ্র্যান্ড কুমিল্লা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’। বেলুন কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন মালিক ফরহাদ উদ্দিন।
এ সময় রেস্টুরেন্টের মালিক ফরহাদ উদ্দিন বলেন, “আমার বড় ভাই লন্ডনে প্রবাসী। তার অনুপ্রেরণায় আমি এই রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেছি। তিনি আমাকে একটি কথা বলেছেন, ‘তুমি মানুষের খাবারের দায়িত্ব নাও, আল্লাহ তোমার ব্যবসার দায়িত্ব নিবে।’ আমি বিশ্বাস করি, যদি আমি ভালো খাবারের ব্যবস্থা করি, আল্লাহ অবশ্যই আমার ব্যবসায় বরকত দান করবেন। আমি সাধারণ মানুষের কথা চিন্তা করে খাবারের দামও রেখেছি।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের মালিক ফরহাদ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, ২২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি হান্নান মজুমদার, সেইভ লালমাইয়ের প্রধান পরিচালক মো: ইমাম হোসাইন, কামাইল হোসাইন সহ রেস্টুরেন্টের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য নতুন একটি খাবারের ঠিকানা তৈরি হলো।