ধানমণ্ডির ৩২ নম্বরে মিলেছে ‘হাড়গোড়’

আর্দশ সদর ঢাকা বিভাগ বাংলাদেশ সদর দক্ষিণ
Spread the love

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫: রাজধানী ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু হাড়গোড় পাওয়া গেছে, কিন্তু সেগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষা শেষে নিশ্চিত করা যাবে।

আজ সোমবার সকালে পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডি আলামত সংগ্রহ করছে এবং এর পরবর্তী বিস্তারিত তারা পরে জানাবেন।

ওসি আলী আহমেদ মাসুদ আরও জানান, পাওয়া হাড়গোড়ের মানবদেহের অংশ কিনা পরীক্ষা করা হবে এবং সিআইডির ক্রাইম সিন তাদের ল্যাবে এটি পরীক্ষা করবেন।

গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইন বক্তৃতার পর বিক্ষুব্ধ জনতা ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয়। এই ঘটনার পর সেখানে ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা থাকতে পারে এমন তথ্য ছড়িয়ে পড়ে। সন্দেহের প্রেক্ষিতে রবিবার ফায়ার সার্ভিস ওই বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে।

এখন সিআইডি তাদের তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত উদঘাটন করতে চলেছে।