কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন, বড়ধর্মপুর, লালমাই পাহাড়ে এক শিশুর গলাকাটা লাশের সন্ধান মিলেছে,,

লালমাই সদর দক্ষিণ
Spread the love

গতকাল ৩ ফেব্রুয়ারী, কুমিল্লা, বরুড়া থানাধীন চন্ডিপুর গ্রামের দিনমজুর জসিমের ২য় সন্তান রিফাত (৯), নিখোঁজের ২দিন পর, সদর দক্ষিণ থানাধীন বড় ধর্মপুর লালমাই পাহাড়ে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বড় ধর্মপুর লালমাই পাহাড়ের উপর একটা শিশুর মরদেহ সন্ধান পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি কুমিল্লা মেডিকেল মর্গে প্রেরণ করেন । তিনি বলেন, রিফাত পহেলা ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরের দিন ২রা ফেব্রুয়ারি বরুড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়।রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান উক্ত বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।