কুমিল্লা লালমাই উপজেলার কৃতি সন্তান নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিযুক্ত

কুমিল্লা লালমাই
Spread the love

নতুন বাংলাদেশ বিনির্মানে,নির্বাচন সংস্কার কমিশন, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দিদার হোসাইন (যুগ্ম জেলা জজ) ‘কে
নির্বাচন কমিশন সচিবালয়,ঢাকা (আইন-১ শাখা), “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন” এর কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত উক্ত কমিশন-কে সহযোগীতা করার জন্য “#রিসার্চ_এন্ড_রেফারেন্স_অফিসার (আইন)” হিসেবে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হয়েছে,
তাই ওনাকে ” অভিনন্দন ”
ওনি কুমিল্লা, লালমাই উপজেলার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত বলিপদুয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাজী আইয়ুব আলী ২য় সন্তান আমাদের গর্ভের ধন, ঐতিহ্যবাহি বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন