কুমিল্লা লাকসাম- নোয়াখালী সড়কের গুয়াংজুরী খালে মানুষের মৃত দেহ পাওয়া যায়

কুমিল্লা
Spread the love

মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা, সদর দক্ষিণ উপজেলা, বিজয় পুর,জেলখানা বাড়ি, কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক সড়কের, ব্রিজের নিছে গুংগাজুড়ি খালে থেকে একটি মরদেহ উদ্ধার করেন,সদর দক্ষিণ মডেল থানা পুলিশ সকাল ১০:৩০ মিনিটে খালের পানিতে মানুষের মরদেহ ভাসতে দেখে এলাকার লোক জন থানায় খবর দেন,থানা থেকে পুলিশ এসে সুরত হাল রিপোর্ট করে এর মধ্যে বিভিন্ন পত্রিকার সাংবাদিক, এবং সোশাল মিডিয়ায় মৃত ব্যক্তির পরিচয় জানতে নিউজ পোস্ট করা হয় এতো মধ্যে আসেপাশে’ র এলাকার মানুষ এসে ভিড় করলে, মানুষকে জিজ্ঞাসা করে মৃত ব্যক্তির সঠিক পরিচয় না পেয়ে, মরদেহটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে গেলে,,
মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা ফেইসবুক থেকে খবর পেয়ে থানায় এসে যোগাযোগ করলে, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়,মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রফিক বয়স আনুমানিক ৫০ গ্রাম উত্তর মাঝিগাছা, পেশায় মিশুক চালক মৃত্যুর সঠিক কারণ এখনো জানাযায় নি,,
ধারণা করা হচ্ছে, অজ্ঞেন পার্টি ওনাকে অজ্ঞেন করে পানিতে পেলে মিশুক চিনিয়ে নিয়েগেছে,,