কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এবং বিকালে কুমিল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার রুনু আক্তার (৩৭), গর্জনখোলা এলাকার আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০) এবং ব্রাহ্মণপাড়া এলাকার জামিলা খাতুন (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বুড়িচং উপজেলার নিমসার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। সেখানে যাত্রীবেশে থাকা রুনু আক্তার এবং সুমাইয়া আক্তারের সঙ্গে থাকা স্কুল ব্যাগ ও জামাকাপড়ের ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বলেন, রুনু আক্তারের বিরুদ্ধে আগেও মাদক পাচারের অভিযোগ ছিল।
এছাড়া, বিকালে কুমিল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ জামিলা খাতুনকে আটক করা হয়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে কুমিল্লা শহরে সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছে। আটকরা অল্প সময়ে অধিক উপার্জনের লোভে মাদক পাচারের কাজে জড়িয়ে পড়েছে।
এ ঘটনায় বুড়িচং থানায় এবং কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।