গায়েবানা জানাজা ও কফিন মিছিলঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কুমিল্লা
Spread the love

গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আবুল কাশেম গত ৭ ফেব্রুয়ারি রাতে আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় বেশ কয়েকটি কোপের জখম ছিল। অস্ত্রোপচারের পরেও তার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি। পরে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আবুল কাশেম মারা যান।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর পক্ষ হতে গতকাল রাত ৯টায় নগরীর টাউন হল মাঠে আবুল কাশেমের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত করে। জানাজার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর।