প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করলেন

বাংলাদেশ রাজনীতি
Spread the love

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আয়নাঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন।

২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তির গুমের অভিযোগ উঠেছে। এদের মধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয় এবং ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া যায়। এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ৬০৫ জনকে গোপনে বন্দি করে রাখা হয়, যা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে।

যারা গুম হয়ে ফিরে আসেন, তারা প্রায়ই গুমের বিষয় নিয়ে কথা বলতে রাজি হন না। ধারণা করা হয়, এসব ব্যক্তিদের গুম করে রাখা হয়েছিল ‘আয়নাঘরে’— একটি গোপন স্থানে, যা সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর জনসমক্ষে আসে।

আয়নাঘরে বন্দি থাকার অভিযোগ রয়েছে, অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা এবং মীর আহমদ বিন কাসেমসহ অনেকের বিরুদ্ধে।

এদিকে, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে তুলে নিয়ে বিশেষ স্থানে রাখা হয়েছিল বলে অভিযোগ। গুম হওয়া ব্যক্তিরা অনেকেই ক্ষমতাচ্যুত হওয়ার পর ফিরে আসেন এবং তাদের বয়ানে উঠে আসে আয়নাঘরের ভয়াবহতার চিত্র।