সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড

বাংলাদেশ
Spread the love

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীর হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার (৩১)কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকার অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান জানান, মামলার তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালে শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্রী রুপ কুমার যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে তার স্ত্রীকে নির্যাতন করতেন। ২০১৬ সালের ৯ নভেম্বর, ওই নির্যাতনের ফলশ্রুতিতে রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।