মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গভীর রাতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ বছর বয়সী হেলপার যাহাবিরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে, প্রায় আড়াইটার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে।
নিহত হেলপার যাহাবির লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ারের ছেলে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও, বাসের ভেতরে ঘুমিয়ে থাকা যাহাবিরের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, “বাসে বৈদ্যুতিক সংযোগ ছিল না, তবে সাধারণত চালক ও হেলপাররা বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়।” তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে।”
এ ঘটনায় ফায়ার সার্ভিস তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করছে।