comillaexpress

দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা

খেলাধুলা
Spread the love

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী দলগুলো, এবং অনুশীলনও শুরু করেছে অনেক দল। বাংলাদেশ ক্রিকেট দলও মিরপুরে কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।
দুবাই পৌঁছানোর পর, ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ফটোসেশন আয়োজন করে। এতে অংশ নেন দলের সকল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে, এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশের দল।