ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলস্বরূপ মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে। নিহত মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরদিন সকালে, মোশারফ হোসেন তার কলা বাগানে কাজ করতে গেলে, সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মোশারফকে আঘাত করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এতে ৬ জন আহত হন।
হরিণাকুন্ড থানা ওসি এম এ আব্দুর রউফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি, তবে মহিন নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।