ঝলক পরিষদের মতবিনিময় সভা ও নতুন আহবায়ক কমিটি গঠন

সদর দক্ষিণ
Spread the love

দক্ষিণ কুমিল্লার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝলক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ রসনার স্বাদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ঝলক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক বশিরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঝলক পরিষদের সাবেক সভাপতি নির্মল চন্দ্র ঘোষ, শাহ আলম মজুমদার, এডভোকেট হুমায়ুন কবির, জামাল খায়ের মজুমদার, রুহুল আমিন মজুমদার, মোতাহের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক ওমর আহাম্মদ মজুমদার শিমুল, ফয়েজ উল্লা, আবদুর রাজ্জাক, সাংবাদিক ফিরোজ মিয়া এবং আরও অনেকে।

সভায় সংগঠনটির কার্যক্রম আরো ত্বরান্বিত করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। বশিরুল হাসান বাবুলকে আহবায়ক এবং জহিরুল আমিন মজুমদারকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়া নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন মনির হোসেন মজুমদার, সায়েম মজুমদার, মিজানুর রহমান চৌধুরী, জামাল হোসেন, অছিম উদ্দিন মুন্সী, বিল্লাল হোসেন ভূইয়া, ফরিদ আহমদ জুয়েল, আবদুল জলিল, রবিউল ইসলাম চৌধুরী রাসেল, এহতেশামুল হক জাবেদ, সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলাম।