কুমিল্লায় কাভার্ডভ্যানে ফেন্সিডিল পাচারের সময় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। ১৬ ফেব্রুয়ারি (রোববার) সকালে জেলার কোতয়ালী থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানে সুকৌশলে লুকিয়ে রাখা ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাগর (২১) ও রাহাদ (১৯)। সাগর লক্ষীপুর জেলার সদর থানার হগলটুলী গ্রামের সাইদের পুত্র এবং রাহাদ একই গ্রামের তানভীরের পুত্র।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতার সাগর ও রাহাদ দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে এবং লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাবের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। র্যাবের মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
র্যাবের উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, “র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।”