কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার এবিএম সলিম উল্লাহ। বুধবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিম উল্লাহ নোয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার ছোট ছেলে মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সলিম উল্লাহ অবসরের পরেও চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে কাজ করতেন। সকালে একটি কাজে চান্দিনায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কয়েকটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানকার চিকিৎসকরা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা না পাওয়ার কারণে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মাতুয়াইল এলাকায় তিনি মারা যান।
দুপুরে নোয়াপাড়ায় প্রথম জানাযা এবং বিকেলে চান্দিনায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে মরহুম এবিএম সলিম উল্লাহর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।
এদিকে, সলিম উল্লাহর নিহত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সড়কের একপাশে ব্যাগ হাতে দাঁড়িয়ে সলিম উল্লাহ একটি বাসকে থামানোর জন্য হাত উঁচিয়ে ইঙ্গিত দেন, কিন্তু অপর একটি বাস তাকে ধাক্কা দেয় এবং তিনি সড়কে ছিটকে পড়েন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সলিম উল্লাহর অকাল মৃত্যুতে পরিবারসহ সর্বত্র শোক প্রকাশ করা হয়েছে।