comillaexpress

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

হোমনা
Spread the love

কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মালিহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে হোমনা-মেঘনা সড়কের পাশে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের কাঠালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি মুন্সিকান্দি মাথাভাঙা গ্রামের ছগির আহমেদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে জমজ দুই বোন, মালিহা ও মাঈশা খেলা করছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা মালিহাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাঈশা দ্রুত বাড়ি গিয়ে বাবা-মাকে দুর্ঘটনার খবর জানায়। পরবর্তীতে শিশুটির বাবা, চাচা ও অন্যান্য স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় মালিহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।