বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করেছে। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি টিজারে ফুটিয়ে তোলা হয়েছে এই নতুন জার্সিটি, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজের পাশাপাশি সোনালি আভায় বাঘের উপস্থিতিও দেখা গেছে।
টিজারে নতুন জার্সি গায়ে ফ্রেমবন্দী হয়েছেন দলের ১৫ ক্রিকেটার, যার মধ্যে মিরাজ ও শান্ত অন্যতম। দলের খেলোয়াড়রা যেমন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়নস ট্রফিতে এই জার্সি পরবেন, তেমনি এটি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও জার্সিটির প্রশংসা উঠে আসছে।
এই নতুন জার্সির মূল ডিজাইনে লাল-সবুজের মিশেলে সোনালী রঙের উপস্থিতি অত্যন্ত আকর্ষণীয়। সাধারণত, বিসিবি ওয়ানডে ম্যাচে ডার্ক কালারের জার্সি ব্যবহার করে, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় সবুজ রঙের জার্সির মধ্যে বাঘের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
বাংলাদেশ দলের জার্সি শুধু খেলার পোশাক নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আবেগের বিষয়। যেকোনো টুর্নামেন্টে এই জার্সি তাদের সংগ্রহে রাখার বিষয় হয়ে দাঁড়ায়, আর সেই জার্সি গায়েই তারা টাইগারদের খেলা উপভোগ করেন। এবারও এই আবেগের জায়গায় কোনো ব্যতিক্রম দেখা যাবে না।