বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তাড়াতাড়ি ভোট হলে এমন একটি সরকার আসবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে।” তিনি বলেন, “আজকের সরকারে যত বড় বড় লোকই থাকুন, তাদের পিছনে জনগণ নেই।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “যতটুকু নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রয়োজন, ততটুকু করা হোক। নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরুন। যদি জনগণ জানে, তাহলে অনেকাংশে তাদের উদ্বেগ কমে যাবে। বর্তমানে সবাই অস্থির অবস্থায় রয়েছে।”
তিনি অভিযোগ করেন, “কিছু লোক বিদেশে বসে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এবং নৈরাজ্য বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু বিএনপি নৈরাজ্য চায় না, অস্থিতিশীলতা চায় না। আমরা চাই সরকার সফল হোক।”
মির্জা ফখরুল আরও বলেন, “মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু দুটি বেলা খাবার চায়। এজন্য আমাদের দলীয় নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।” রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এমন কিছু বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়।”
তিনি অবশেষে বলেন, “বিএনপি জনগণের ভোটে সরকারে যাবে। দেশকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। চব্বিশের মতো একাত্তরকে নিয়ে কটাক্ষ করলে জনগণ তা মেনে নেবে না।”