অভ্র কীবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান এবং তার সহযোগী বন্ধুদের একুশে পদক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে এই পদক তুলে দেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে একুশে পদক পেয়েছেন মেহেদী হাসান খান (দলনেতা), রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, এবং শাবাব মুস্তাফা। তাদের এই অবদান দেশের প্রযুক্তি খাতে বিশেষ ভূমিকা রেখেছে, বিশেষ করে বাংলা ভাষায় অভ্র কীবোর্ডের মাধ্যমে টাইপিং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ বছর (২০২৫) একুশে পদক পেয়েছেন ১৭ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নারী ফুটবল দল। শিল্পকলায় পাঁচজন, সাংবাদিকতায় একজন, সাংবাদিকতা ও মানবাধিকারে একজন, সংস্কৃতি ও শিক্ষায় একজন, শিক্ষায় একজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে চারজন, সমাজসেবায় একজন, ভাষা ও সাহিত্যে দুজন, গবেষণায় একজন এবং ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদক প্রদানকালে বলেন, “এরা আমাদের ভবিষ্যৎ, যারা দেশকে আরো উন্নত, সৃজনশীল এবং উদ্যমী করবে। তারা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পরিচিতি করাবে।”
এছাড়া, একুশে পদক প্রদান অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং পদকপ্রাপ্তরা তাদের অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।