ঘুমাতেন টাকার জাজিমে

বাংলাদেশ
Spread the love

এখানে উল্লেখিত তথ্য অনুযায়ী, আমির হোসেন আমু একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, যিনি দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তার বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তি অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ রয়েছে। তাকে নিয়ে ঘুরতে থাকা নানা বিতর্ক ও অভিযোগের মধ্যে অন্যতম হলো তার নগদ অর্থের প্রতি আকর্ষণ, বিশেষ করে নতুন টাকার বান্ডিল ও স্বর্ণের নৌকা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তার ঝালকাঠির বাড়িতে বিপুল পরিমাণ অর্থ, ডলার ও ইউরো উদ্ধার করা হয়, যা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যায়। অভিযোগ রয়েছে যে, তিনি টাকার বান্ডিল দিয়ে জাজিম (তোশক) বানিয়ে তার ওপর ঘুমাতেন। এ ছাড়াও, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও তদবিরে টাকা হাতানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদক প্রাথমিক অনুসন্ধানে ২০ কোটি টাকার সম্পত্তি শনাক্ত করেছে এবং তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।