২০ ফেব্রুয়ারী কুমিল্লার লাকসামে বিএনপির জনসভা

লাকসাম
Spread the love

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী ২০ ফেব্রুয়ারী কুমিল্লার লাকসামে বিএনপির উদ্যোগে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিবের আগমন এবং লাকসামে বিএনপির জনসভাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াস পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ ভূঁইয়া, বিএনপি নেতা মাষ্টার শাহজাহান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবনেতা জাহাঙ্গীর আলম এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এছাড়াও, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ পরান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম সবুজ, সাবেক ছাত্রনেতা হাসান পাটোয়ারী, যুবদল নেতা সফিক পাঠান, শ্রমিক দল নেতা লোকমান হোসেন, কৃষক দল নেতা সেকান্দারসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ র‌্যালিটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে সমাপ্ত হয়। বিএনপি নেতারা লাকসামে অনুষ্ঠিত জনসভাকে সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।