বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাকসামে আগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। দীর্ঘ ২১ বছর ধরে চলমান লাকসাম বিএনপির গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে, দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসামের দক্ষিণ লাকসামস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, বিএনপি নেতা মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ লিখিত বক্তব্যে বলেন, “লাকসামে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখন এক এবং অভিন্ন। আগামী ২০ ফেব্রুয়ারি লাকসামের জনসভা হবে স্মরণকালের একটি জনসভা, যা লাকসামের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”
এদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম (চৈতী কালাম) এবং অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক সাংসদ কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম। এই বিরোধের কারণে একাধিক পৃথক কর্মসূচি এবং জনসভা প্রস্তুতি চলছিল। তবে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংলাপে দুই গ্রুপের নেতারা ঐক্য প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেন, “আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। মহাসচিবের জনসভা সফল করতে দলের সকল নেতাকর্মী একযোগে কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা একসঙ্গে কাজ করব।”
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি লাকসামে অনুষ্ঠিতব্য জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ জনসভাকে কেন্দ্র করে, দীর্ঘদিনের বিরোধ সত্ত্বেও লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে চলেছে।