ঢাকা থেকে বিপুলাসার পর্যন্ত বৃহত্তর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে তায়েফ এয়ারকন সার্ভিস চালু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বাসটির কাউন্টার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের ম্যানেজিং ডিরেক্টর ও লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির। তিনি তার বক্তব্যে বলেন, “ঢাকা থেকে বিপুলাসার যাতায়াতে তায়েফ এয়ারকন সার্ভিস সর্বস্তরের মানুষের সেবকের ভূমিকায় থাকবে। আমরা মানুষের সেবার মান শতভাগ নিশ্চিত করতে চাই এবং এই প্রকল্পটি পরিচালনা করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একমাত্র এয়ারকন (এসি) বাস সেবা প্রদান করতে পারা একটি বিশেষ অর্জন এবং এ সেবা ব্যবস্থাকে অগ্রসর করতে বৃহত্তর এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েফ এয়ারকনের পরিচালক ও সড়ক-পরিবহন কেন্দ্রীয় নেতা শওকত হোসেন শিহাব, পরিচালক আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক তরুণ উদ্যেক্তা নাঙ্গলকোটের সাইয়েদ মুহাম্মদ রুবেল, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম শিফন, আবদুর রহিম প্রমুখ।
এছাড়া, তায়েফ এয়ারকন সার্ভিসের বিপুলাসার ও নাথের পেটুয়া কাউন্টারের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তায়েফ এয়ারকন সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরো উন্নত করবে।