কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের দেবীদ্বারে আগমন: আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

দেবিদ্বার
Spread the love

শনিবার দুপুরে, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নব-নির্বাচিত নেতৃবৃন্দের দেবীদ্বারে আগমন উপলক্ষে এক জমকালো আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি দেবীদ্বারের বানিয়াপাড়া থেকে শুরু হয়ে পৌর সদরের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার। তিনি দলের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ এবং জনগণের সেবায় দৃঢ় প্রতিশ্রুতি জানান। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আন্দন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান হাসান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহাম্মদ, ভিপি মাহফুজ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, নেতা আবুল হোসেন লিপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনির হোসেন নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে যুবকদের আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

র‌্যালীটি দলের ঐক্যবদ্ধ শক্তি এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থনের মঞ্চ হিসেবে কাজ করেছে, যা দেবীদ্বার সহ কুমিল্লা অঞ্চলে দলের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।