ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

ইসলামিক
Spread the love

সম্প্রতি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। ৩১ জানুয়ারি, শুক্রবার রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় তিনি কালেমা শাহাদাহ পাঠ করেন। কালেমা পাঠ করান জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

ধর্মান্তরিত হওয়ার পর দেব চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, তবে মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ এই বিষয়টি সম্পর্কে এতদিন কোনো মন্তব্য করেননি। এবার, মাওলানা সাইফুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণের গল্প শেয়ার করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ লিখেছেন, “দেব চৌধুরী আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি নিয়মিত জুমায় অংশ নিচ্ছেন। আল্লাহ তায়ালা তার পথের উপর অটল রাখুন।”

তিনি আরও জানান, দেব চৌধুরীকে ‘আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী’ বা ‘মুহাম্মাদ চৌধুরী’ নাম গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত এবং ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণের বিষয়ে তার প্রচেষ্টা চলছে।

মাওলানা সাইফুল্লাহ বলেন, “দেব চৌধুরী অসাধারণ উপলব্ধি ক্ষমতার অধিকারী। তিনি বাংলা কুরআন নিয়মিত পড়েন এবং ইসলাম গ্রহণের পূর্বেও কুরআন পাঠ করতেন।” তিনি আরও জানান, দেব চৌধুরী তার ধর্মান্তরের বিষয়ে সবার সামনে প্রকাশ করতে চাননি এবং তার ইচ্ছাকে সম্মান জানিয়ে এতদিন এটি প্রকাশ করা হয়নি।

তিনি সবাইকে অনুরোধ করেছেন, “কোনো বই নয়, শুধুমাত্র নিরেট বাংলা অনুবাদ কুরআন অমুসলিমদের উপহার দিন, যেন তারা আল্লাহর বাণী পড়তে পারে। আমরা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আমি তার বাণী পৌঁছে দিয়েছি।”

মাওলানা সাইফুল্লাহ ভবিষ্যতে দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে একটি লাইভ সেশন করার পরিকল্পনা প্রকাশ করেছেন।

তিনি শেষ করেছেন, “আল্লাহ তাকে আরও বেশি হিদায়াত দিন এবং তাকে দ্বীনের পথে অটল রাখুন।”