বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু: শবে বরাতের রাতে বিশেষ দোয়া ও মুনাজাত

ইসলামিক
Spread the love

টঙ্গীর তুরাগ তীরে দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসা বিশ্ব ইজতেমা এবারে আরও বিশেষ ও ঐতিহাসিক হতে চলেছে। কারণ, প্রথমবারের মতো শবে বরাতের পুণ্যময় রজনীতে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার এই দ্বিতীয় পর্বে, মুসল্লিরা শবে বরাতের রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করবেন। আখেরি মুনাজাতের পাশাপাশি এই দোয়া পর্বও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এছাড়া, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানটি মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বুঝে নিয়েছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।