বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম

খেলাধুলা
Spread the love

আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এবার ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নাম বদলে এর নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে ১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি আগে ‘জাতীয় স্টেডিয়াম’ নামেই অধিক পরিচিত ছিল। বিভিন্ন খেলাধুলার ঐতিহাসিক আসর অনুষ্ঠিত হওয়া এই স্টেডিয়াম বর্তমানে শুধুমাত্র ফুটবল এবং অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

এখন থেকে ‘জাতীয় স্টেডিয়াম’ নামেই পরিচিত থাকবে এই ঐতিহাসিক স্থান।