ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন (মিশন)কে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
থানা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মিশন (৩২) কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা একটি মামলার আসামী। তিনি গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মিশন উপজেলার নাইঘর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে।