১৪ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণপাড়া
Spread the love

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ১১ ফেব্রুয়ারি বিকেলে শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাল্লক নামক স্থান থেকে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করার চেষ্টা করেছিল, তবে কৌশলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে অভিযানকালে পুলিশ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন (২৬), যিনি বাল্লক গ্রামের আব্দুর রশিদের ছেলে, গাঁজা ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’