২১ বছরের গ্রুপিংয়ের অবসান, জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি

লাকসাম
Spread the love

কুমিল্লার লাকসামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লাকসাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বিএনপির মহাসচিবের আগমনকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সারাদিন লাকসাম পৌর শহরে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শোডাউন করেন, যাতে তাদের উপস্থিতি জানান দেয়। জনসভা সফল করতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে, দীর্ঘ ২১ বছরের বিরোধের পর বিএনপির মধ্যে বিভেদ মিটিয়ে ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন স্থানীয় নেতারা। কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের অনুসারী বিএনপি নেতৃবৃন্দ গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। বিএনপি নেতা মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ লিখিত বক্তব্যে বলেন, “আমরা এখন এক ও অভিন্ন। বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করব।”

এদিকে, লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির দুটি গ্রুপ— মো. আবুল কালাম (চৈতী কালাম) গ্রুপ এবং কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম গ্রুপ— পৃথক পৃথক প্রস্তুতি সভা, মিছিল ও জনসভাস্থল পরিদর্শন করেছেন। এই দুই গ্রুপের ঐক্যের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেয়া হয়েছে।

২১ বছরের বিরোধের পর, গুম হওয়া বিএনপির নেতাদের পরিবারও একাত্মতা ঘোষণা করেছেন। ২০২4 সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা এক ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়াবে, বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, “লাকসাম ও মনোহরগঞ্জে কোনো গ্রুপিং থাকা উচিত নয়। আমরা সকলেই এখন ঐক্যবদ্ধ। আমাদের একত্রিত হয়ে মহাসচিবের জনসভা সফল করতে হবে এবং আগামী নির্বাচনে একসাথে কাজ করতে হবে।”

এদিকে, জনসভা সফল করতে দলের সকল নেতাকর্মীকে যথাসময়ে লাকসাম ষ্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।