দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিধায়ক রেখা গুপ্তাকে নির্বাচিত করেছে। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার জন্য বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ড’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষক’ হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়ের নাম ঘোষণা করা হয়। সন্ধ্যায়, পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিকভাবে রেখা গুপ্তার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
উল্লেখযোগ্য যে, ২৭ বছর পরে দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করেছে, যা তাদের জন্য একটি বড় সাফল্য। অপরদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ), যারা পেয়েছে মাত্র ২২টি আসন। কেজরীওয়াল নিজেই দিল্লির নয়াদিল্লি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।