একটি সামরিক উড়োজাহাজে করে মাদ্রিদে পৌঁছান ৭৫ বছর বয়সী গোনসালেস। উড়োজাহাজটি মাদ্রিদে অবতরণের পরপরই তাঁর প্রচার দল একটি অডিও বার্তা প্রকাশ করে।
অডিও বার্তায় গোনসালেস বলেন, তিনি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে তাঁরা শিগগিরই ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে সক্ষম হবেন।
গোনসালেসের দেশত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কারিনা মাচাদো। এতে তিনি বলেন, গোনসালেস দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কারণ, তাঁর জীবন ঝুঁকির মধ্যে ছিল। নির্বাচনের পর তাঁদের ওপর একের পর এক নিষ্ঠুর নিপীড়ন নেমে এসেছে।
গত জুলাই মাসে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে বিরোধী জোটের প্রার্থী হিসেবে লড়াই করেন গোনসালেস।