স্বর্ণের দোকানে ডাকাতির প্রধান আসামী গ্রেফতার

চৌদ্দগ্রাম
Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব মাদারীপুর জেলার সদর থানাধীন শহরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল এর সামনে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আসামী মোঃ আব্দুল হাকিম জোমাদ্দার (৪৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হাকিম জোমাদ্দার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত ইউসুফ জোমাদ্দারের পুত্র। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এছাড়া, আসামীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।