পদার্থবিজ্ঞান বিভাগের ‘নবীনবরণ ও প্রবীণ বিদায়’ অনুষ্ঠানঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

শিক্ষা ও স্বাস্থ্য
Spread the love

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ‘নবীনবরণ ও প্রবীণ বিদায়’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হায়দার আলী।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ বেদনাথ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সজল চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করা হয় এবং প্রবীণ শিক্ষকবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সবার মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে।