গাজীপুরের টঙ্গী মিল গেইট এলাকায় একটি ঝুট গুদাম এবং কাঁচা মালের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং পরে এটি দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের একযোগ প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন প্রথমে একটি কাঁচা বাজারের দোকান থেকে শুরু হয় এবং তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশপাশের কলকারখানাগুলো থেকে পানি চেয়ে সাহায্য কামনা করেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঝুট ব্যবসায়ী সজল জানান, “কিছুদিন আগে আমি কিস্তিতে টাকা উঠিয়ে দোকানে মালামাল তুলেছিলাম, আজকে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন পথে বসে পড়েছি, কোথায় যাবো আর কি করবো কিছুই বুঝতে পারছি না।”
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। শেষ পর্যন্ত, টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট মিলে সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ৩৬টি দোকান ছিল, যার মধ্যে ঝুট গুদাম, রংয়ের গুদাম, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।