কুমিল্লা, ২৮ অক্টোবর: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডব এবং নিরীহ মানুষ হত্যার বিচারের দাবিতে আজ সোমবার বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে একটি সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুনের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে উপস্থিত নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসেন, আদর্শ সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ ইসলাহী এবং আরও অনেকে।
কাজী দ্বীন মোহাম্মদের বক্তব্য: তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ম্লান করা হয়েছে এবং দেশের মানুষের ভাগ্যকে ধুলিস্যাৎ করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের সেই পাচারকৃত অর্থ ফেরত আনা উচিত।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সেই হত্যা ও লাশের উপর নৃত্যের খুনিদের বিচার করতে হবে। ইনশাআল্লাহ, এদেশের মাটিতেই তাদের বিচার হবে।”
সভায় অন্যান্য বক্তারাও ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে খুনিদের বিচারের দাবি জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।