কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুমিল্লা রাজনীতি
Spread the love

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দির কুশিয়ারা বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে রায়পুর-আসমানীয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই আনন্দ মিছিলে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলকারীরা নতুন কমিটির জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করে।

এর আগে, বৃহস্প‌তিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহ্সান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন আনন্দকে আহ্বায়ক, অহিদুজ্জামান মোল্লাকে সদস্য সচিব ও এসএম ইমরান হাছানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেখা যাচ্ছে।