কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫ নম্বর এজহার নামীয় আসামী। এছাড়া তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে।
রুবেল দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের সফিকুল ইসলামের ছেলে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত দেড়টায় তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।