কুমিল্লার চান্দিনা উপজেলার নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার ফরম সংকটে পড়েছে উপজেলা নির্বাচন অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নতুন ভোটার হতে ইচ্ছুকরা, এবং বিপাকে পড়েছেন তথ্য সংগ্রহকারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান ভোটারের ৫% নতুন ভোটার হিসেবে ভোটার ফরম সরবরাহ করার কথা ছিল। চান্দিনা উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৩ লাখ ১২ হাজার ৫০৮ জন বিদ্যমান ভোটারের ৫% হিসাব অনুযায়ী ১৫ হাজার ৬২৬ জন নতুন ভোটারের জন্য ফরম সরবরাহ করা হয়েছে। তবে এখনও ফরম সংকটে ভুগছেন তথ্য সংগ্রহকারীরা ও সুপারভাইজাররা।
২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। তবে ফরমের সংকটে অনেক নতুন ভোটার আশা জাগানো হলেও তাদের ছবি তোলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাচন অফিসের পরামর্শে তথ্য সংগ্রহকারীরা ভোটারদের কাগজপত্র সংগ্রহ করলেও ফরমের অভাবে তাদের নিবন্ধন শেষ করা যাচ্ছে না।
বিশেষত চান্দিনা পৌরসভায় ৫শতাধিক ফরমের সংকট দেখা দিয়েছে। পৌরসভায় ৩৬ হাজার ৩শ বিদ্যমান ভোটারের ৫% অনুযায়ী ১ হাজার ৮১৫ জন নতুন ভোটার হওয়ার কথা থাকলেও ফরম সংকটে প্রায় ৫শ নতুন ভোটারের তালিকা পূরণ করা সম্ভব হয়নি।
একজন সুপারভাইজার জানান, “ফরম না থাকায় আমি ৮৫০জন নতুন ভোটারের কাগজপত্র সংগ্রহ করেছি, কিন্তু ফরমের অভাবে তাদের তালিকা পূরণ করতে পারছি না।” অন্য একটি ওয়ার্ডের দায়িত্বে থাকা সুপারভাইজারও একই ধরনের সংকটের কথা জানান, যেখানে ২১০ জনের ফরম পূরণ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, “ফরম সংকট কিছু এলাকাতে রয়েছে, তবে একাধিক জায়গা থেকে ফরম ফেরতও আসছে।” তারা আরও জানান, ফরম সরবরাহের কাজ চলমান রয়েছে এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে যারা বাদ পড়েছেন, তাদেরও নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, অনেক নতুন ভোটার ও তথ্য সংগ্রহকারী এই সংকটের জন্য হতাশা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সমস্যার সমাধান হবে এবং সুষ্ঠু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।