আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে, তা এখনও নির্ধারণ হয়নি।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান বা দেশ ছেড়ে গেছেন। এই পরিস্থিতির মধ্যে আব্দুর রাজ্জাকের গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় শুরু করেছে।