কনসার্টে ‘তওবা তওবা’ গায়ককে জুতা নিক্ষেপ!

বিনোদন
Spread the love

‘তওবা তওবা’ গানে বলিউডের জনপ্রিয় নায়ক ভিকি কৌশলের সঙ্গে সম্প্রতি মেতে উঠেছিলো সোশ্যাল মিডিয়া। ভাইরাল এই গানের পাঞ্জাবী গায়ক করণ আউজলা। ক্যারিয়ারের এমন সুসময়ে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলেন এই শিল্পী!

কনসার্ট চলাকালীন জুতা নিক্ষেপ করে আঘাত করা হয়েছে ‘তওবা তওবা’খ্যাত গায়ক করণ আউজলা দিকে। সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন সময় এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, কনসার্ট চলাকালীন করণ আউজলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শকসারিতে থাকা কেউ একজন তার দিকে জুতা ছুড়ে মারে। যেটা সরাসরি গায়কের মুখে আঘাত করে।