এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার জীবনের নতুন পর্ব শুরু করতে যাচ্ছেন। তার ভক্তদের জন্য সুখবর, সম্প্রতি জানা গেছে যে, তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বহুদিন ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের কথা, তবে এবার স্পষ্ট হয়েছে আসল খবর।
একটি পারিবারিক সূত্র জানিয়েছে, মেহজাবীনের বর হচ্ছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয় মালতি’র প্রযোজক এবং নির্মাতা আদনান আল রাজীব। চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠিত হবে এবং পরদিন একই স্থানে হবে তাদের বিয়ে।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের পরিকল্পনা এর আগে হয়েছিল, তবে দেশের পরিস্থিতির কারণে আয়োজনে কিছুটা দেরি হয়েছে। এর আগে বেশ কয়েকবার মেহজাবীন ও আদনান আল রাজীবের প্রেম এবং বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। তবে, তারা বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।
একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, মেহজাবীন ও আদনান আল রাজীবের বিয়ে আসলে আরও আগেই হয়ে গেছে, তবে এখন কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন তারা।
মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে মিডিয়াতে পা রেখেছিলেন। এরপর নাটক থেকে শুরু করে এখন ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতি, এবং আগামীকাল ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম নীল সুখ।
অন্যদিকে, আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন। ২০১৯ সালে, ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সে সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা শুরু হয়েছিল, তবে কখনোই তারা বিষয়টি স্পষ্ট করেননি।
এখন, মেহজাবীন ও আদনান আল রাজীবের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং তাদের ভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।