comillaexpress

পর্দা উঠেছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির, ভারত-বাংলাদেশ ম্যাচ আজ

খেলাধুলা
Spread the love

আজ (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা। এই আসরটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ করে, গ্রুপ পর্ব ও নকআউট স্টেজে ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। আজ বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে মাঠে নামবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিন, বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় ছবি পোস্ট করেন এবং বাংলাদেশ দলের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

এবার গ্রুপ পর্বের পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর, বাংলাদেশ দল পাকিস্তানে রওনা দেবে। সেখানে তারা ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে।

প্রসঙ্গত, আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ একমাত্র জয় পেয়েছিল ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে, যখন হাবিবুল বাশারের নেতৃত্বে ভারতকে হারিয়েছিল টাইগাররা। এরপর গত ১৮ বছরে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আর কোনও জয় পায়নি বাংলাদেশ।