মোহাম্মদ উল্লাহ, লালমাই প্রতিনিধি
আগামী ১৬ নভেম্বর কুমিল্লা লালমাই উপজেলাস্থ বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বুধবার (৬ নভেম্বর) বিকেলে ৪.৩০ মিনিটে লালমাই উপজেলার বাগমারা বাজারে মিছিল ও লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব ইউসুফ আলী মীর (পিন্টু), বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত আহবায়ক আব্দুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত আহবায়ক আছলাম মজুমদার, বিএনপি নেতা মফিজুল ইসলাম, কাজী ইকবাল হোসেন কাজল, যুবদল নেতা মানিক মিয়া,
উক্ত জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া জনসভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব।