চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে এস এন করপোরেশনের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনা মালিকদের অবহেলাজনিত কারণে ঘটেছে বলে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। তদন্ত করে এ ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
আজ সোমবার এক বিবৃতিতে স্কপ এ দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার এস এন করপোরেশনের শিপইয়ার্ডে বিস্ফোরণে ইতিমধ্যে একজন মারা গেছেন। ১২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন, যাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।