কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের আয়োজনে জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর হোটেল গ্র্যান্ড ক্যাসেল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জনাব মাসুদল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান জনাব নোমান হোসেন নয়ন এবং ভাইস চেয়ারম্যান জনাব হাসান আহম্মেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ডা. কাজী আকিব আব্দুল্লাহ।
পাঠ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও বইপাঠের প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।